রাঙ্গামাটির বিলাইছড়ির অজানা কথা



বিলাইছড়ি উপজেলা রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত -

এই উপজেলা জুড়ে রয়েছে পাহাড়, অরণ্য, ঝর্ণা আর ছড়ির ছড়াছড়ি।
বিলাইছড়ির দর্শনীয় স্থান হ'ল - মুপ্পোছড়া ঝর্ণা ; ধুপপানি ঝর্ণা ; দুমলং ; ন- কাবা ছড়া ঝর্ণা ; রাইংখ্যং পুকুর ইত্যাদি।

বিলাইছড়ির বুক চিরে বয়ে গেছে রাইংখ্যং নদী।
পাহাড় - অরণ্য থাকায় বিলাইছড়ির কেংড়াছড়ি ; ফারুয়া ; বড়থলি সহ প্রতিটি স্থান
বড় নয়নলোভন।

এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর যে, একবার এলে এই পাহাড়ী জনপদে
আবার আসতে মন চায়।
বিলাইছড়ি চাকমা শব্দ থেকে উৎপত্তি। চাকমা উপজাতীয় অর্থে বিলাই শব্দের অর্থ
বিড়াল আর ছড়ির অর্থ পাহাড় হতে প্রবাহিত ঝর্ণা বা ছড়া।

বিলাইছড়ি সম্পর্কে আরও জানা যায়,
একদা এই এলাকা অরণ্যঘেরা ছিল।
একদিন কিছু সংখ্যক পাহাড়ী লোক কাঠ কাটার উদ্দেশ্যে এ এলাকায় আসে
এবং সে সময়ে তারা এক বিরাট বন বিড়ালের মুখোমুখি হয়।
বিড়ালের ভাবমূর্তি হিংস্র মনে করে তারা এটিকে তাড়াবার চেষ্টা করলে বিড়ালটিও তাদেরকে আক্রমণ করে। এ ভাবে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় - শেষ পর্যায়ে বিড়ালটিকে মেরে ফেলা হয়।
পরে এই বিড়ালটিকে পাড়ায় নিয়ে আসা হয়। পাড়া প্রতিবেশীরা এতবড় বন বিড়াল দেখে আশ্চর্য হয় এবং বিরাট সামাজিক অনুষ্ঠান করা হয় -
এরপর থেকেই এই এলাকাটি বিলাইছড়ি নামে পরিচিত হয়ে ওঠে।




বিলাইছড়িতে থানা প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে এবং ১৯৮৩ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে বিলাইছড়ি উপজেলায় রূপান্তরিত হয়।
এরপর ফারুয়া থানার গুরুত্ব কমতে থাকে।
একসময় বিলাইছড়ি উপজেলায় প্রায়ই উপজাতীয় বিদ্রোহ দেখা দিত। এদের সঙ্গে যোগ দিয়েছিল রাজাকারেরাও।
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের পর প্রায় দু'হাজার রাজাকার
বিদ্রোহী মিজোদের সঙ্গে যোগ দেয়।

মানবেন্দ্র নারায়ণ লারমা তাদের নেতৃত্ব গ্রহণ করেন এবং রাজাকারটাজাকার ও বিদ্রোহীদের নিয়ে শান্তিবাহিনীর গোড়া পত্তন করেন তিনি।
শান্তিবাহিনী দমনের জন্য
সীমান্ত অঞ্চল
নিয়ে গঠিত হয় ফারুয়া থানা।
পরে শান্তিবাহিনী, রাজাকার ও
জনসংহতি সমিতি তাদের মূল ঘাঁটি ত্রিপুরায় স্থানান্তর করে -
এবং তারা মাঝে মধ্যে ঠুসঠাস করতো। বিভিন্ন সময়ে এই শান্তিবাহিনীর সাথে যুদ্ধে প্রায়
৩০ হাজার লোক নিহত হয়েছিল।
বিলাইছড়ি উপজেলার আয়তন ৭৪৫.৯২ বর্গকিমি।
জনসংখ্যা ২০১১ সালের হিসাব অনুযায়ী -
২৮,৫২৫ জন।

-লিয়াকত হোসেন খোকন

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ